মোহাম্মদ আক্তার আলম : ২৩ সেপ্টেম্বর উপমহাদেশের একমাত্র মুসলিম নারী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীর ১১৪তম মৃত্যুবার্ষিকী। রাষ্ট্রীয়ভাবে দিনটি উপলক্ষে কোন কর্মসূচি নেই।
অথচ অারেক মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মের সাত বছর অাগে ফয়জুন্নেসা কুমিল্লা শহরের বাদুরতলা এলাকায় ইংরেজি মাধ্যমের (১৮৭৩) স্কুল প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে সারাবিশ্বে পরিচিতি অর্জন করেছে। এছাড়া ফয়জুন্নেসা রূপজালাল কাব্যগ্রন্থ লিখেছেন। পত্রিকা সম্পাদনায় তিনি সহযোগিতা করেছেন। জনহিতকর কাজ করেছেন। বৃটিশদের অর্থ দিয়ে ফেরত নেননি। সৌদি অারব ও ভারতের নদীয়ায় প্রতিষ্ঠান করেছেন। যিনি ১৪ টি পরগণার জমিদারি তদারকি করেছেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। এমন গুণী মানুষের সম্মান বড় পরিসরে দেওয়া দরকার। শিক্ষা বিস্তার ও কৃষি ক্ষেত্রে তাঁর বিশাল অবদানের জন্য কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেসা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক। পাঠ্যপুস্তকে তাঁর জীবনী তুলে ধরা হোক। রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হোক। নওয়ার ফয়জুন্নেসা পদক চালু করা হোক। এই দিনে তাঁর প্রতি রইল সর্বোচ্চ শ্রদ্ধা।