ভারতের বাংলা ছবি ‘পোস্ত’ দেখে প্রেক্ষাগৃহে অনেক কেঁদেছেন বাংলাদেশের চিত্রনায়িকা মিম। এ সময় প্রেক্ষাগৃহে তাঁর সঙ্গে ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এই ঘটনার কথা জানিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে মিম বললেন, ‘শুধু আমি না, ওই সময় প্রেক্ষাগৃহে যাঁরা ছিলেন, সবাই কেঁদেছেন। খুব ইমোশনাল একটি গল্প। একদম আশপাশের। দেখে মনে হবে আমাদের পরিচিত কোনো ঘটনা। সেদিন নিজেকে সামলাতে খুব কষ্ট হয়েছিল। হোটেলে ফেরার পরও এর রেশ ছিল আমার মধ্যে।’
১২ মে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘পোস্ত’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হলো কলকাতার প্রিয়া সিনেমায়। এই প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয় আবদুল আজিজকে। ওই সময় কলকাতায় ছিলেন মিম। তিনিও ছিলেন এই প্রদর্শনীতে।
গতকাল শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতের বাংলা ছবি ‘পোস্ত’। এ উপলক্ষে আবদুল আজিজ লিখেছেন সেই দিনের ঘটনা, ‘সিনেমা শুরু হলো। আমার পাশের চেয়ারে মিম। দেখি, মিম হাউমাউ করে কাঁদছেন। চোখ মোছার জন্য টিস্যু চাচ্ছেন আমার কাছে।’