1. bortomanlaxmipur@yahoo.com : বর্তমান বাংলা : বর্তমান বাংলা
  2. sdkladmin@bortomanbangla24.com : :
  3. nbkcadmin@bortomanbangla24.com : dipu : Web Master
  4. ptunadmin@bortomanbangla24.com : :
  5. pghxadmin@bortomanbangla24.com : :
শিরোনাম
বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট- হাবিবুর রহমান পবন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ রামগঞ্জে এতিমের দোহাই দিয়ে চাচার সম্পত্তি জবরদখলের অভিযোগ ভাতিজিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দূর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু মামলাবাজের কবল থেকে বাঁচতে প্রশাসনিক আনুকল্য চায় চররুহিতার আজগর নবাগত পুলিশ সুপারের সাথে লক্ষ্মীপুর জেলার সুশীল সমাজের মতবিনিময় পেশাদার রাজনৈতিক নেতা হলে পররাষ্ট্রমন্ত্রী ভারত সম্পর্কে এমন কথা পাবলিক প্লেসে বলতেন না- হারুনুর রশিদ বেপারী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে লক্ষ্মীপুরের এসপিকে বিদায় সংবর্ধনা নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতীয় শোক দিবসে ১২ হাজার লোককে মধ্যাহৃ ভোজ করালেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মাসুম ভূঁইয়া

৯০তম অস্কারে বাংলাদেশের ‘খাঁচা’

  • আপডেট সময়: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০১৭
  • 663 মোট পড়া হয়েছে:

বর্তমান বাংলা.কম রিপোর্ট : অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯০তম আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে লড়বে আকরাম খান পরিচালিত সরকারি অনুদানের ছবি খাঁচা।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ৯০তম অস্কার বাংলাদেশ কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ও অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান, অধ্যাপক আবদুর সেলিম, চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, আবু মুসা দেবু, আবদুল লতিফ বাচ্চু, খাঁচা ছবির পরিচালক আকরাম খান, অভিনেতা আজাদ আবুল কালাম, ছবিটির অন্যতম প্রযোজক ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হাবিবুর রহমান খান। তিনি বলেন, অস্কারে বিদেশি ভাষার বিভাগে ছবি মনোনয়নে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে সোনা বন্ধু ও খাঁচা ছবি দুটি জমা পড়ে। এর মধ্যে খাঁচা ছবিকে চূড়ান্ত করে অস্কার বাংলাদেশ কমিটি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প খাঁচা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি। ছবিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়া আহসান, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম প্রমুখ।

এই বিভাগের অন্য সংবাদ
কপিরাইট ২০২০ © বর্তমান বাংলা ২৪ ডট কম
হোস্ট ও ডেভেলপমেন্ট লক্ষ্মীপুর ওয়েব সলুয়েশন
Share via
Copy link