1. bortomanlaxmipur@yahoo.com : বর্তমান বাংলা : বর্তমান বাংলা
  2. sdkladmin@bortomanbangla24.com : :
  3. nbkcadmin@bortomanbangla24.com : dipu : Web Master
  4. ptunadmin@bortomanbangla24.com : :
  5. pghxadmin@bortomanbangla24.com : :
শিরোনাম
বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট- হাবিবুর রহমান পবন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ রামগঞ্জে এতিমের দোহাই দিয়ে চাচার সম্পত্তি জবরদখলের অভিযোগ ভাতিজিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দূর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু মামলাবাজের কবল থেকে বাঁচতে প্রশাসনিক আনুকল্য চায় চররুহিতার আজগর নবাগত পুলিশ সুপারের সাথে লক্ষ্মীপুর জেলার সুশীল সমাজের মতবিনিময় পেশাদার রাজনৈতিক নেতা হলে পররাষ্ট্রমন্ত্রী ভারত সম্পর্কে এমন কথা পাবলিক প্লেসে বলতেন না- হারুনুর রশিদ বেপারী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে লক্ষ্মীপুরের এসপিকে বিদায় সংবর্ধনা নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতীয় শোক দিবসে ১২ হাজার লোককে মধ্যাহৃ ভোজ করালেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মাসুম ভূঁইয়া

জন্মদিনে ছেলেকে সোনার চেইন উপহার দিলেন শাকিব

  • আপডেট সময়: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০১৭
  • 762 মোট পড়া হয়েছে:

বর্তমান বাংলা.কম রিপোর্ট : জন্মদিনে ছেলে আব্রাম খান জয়কে সোনার চেইন উপহার হিসেবে দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান।বুধবার শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রামের প্রথম জন্মদিন।ছেলের জন্মদিন উপলক্ষে দুপুরে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।এ ছাড়াও সেখানে তিনি গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। তবে শাকিব খান উপস্থিত ছিলেন না। শাকিবের পক্ষ থেকে তার লোকেরা এটার আনজাম দেন।  এর পরই দুপুরের দিকে ছেলে জয়কে নিজের বাসায় নিয়ে আসেন বলে কিং  খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।সূত্র বলছে, বেলা ২টার দিকে শাকিব খানের কাজিন হিসেবে পরিচিত মনির  নিকেতনে অপুর বাসা থেকে আব্রামকে শাকিবের বাসায় নিয়ে আসেন। তখন জয়ের সঙ্গে শাকিবের বাসায় অপুর আত্মীয় শেলীও আসেন।বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান। ছেলেকে শাকিব খান জন্মদিনের উপহার হিসেবে সোনার চেইন দিয়েছেন বলেও জানিয়েছে সূত্র।প্রথম জন্মদিন বলেই বিশাল আয়োজন করে পালন করা হচ্ছে।  পাঁচ তারকা হোটেলে  আয়োজন করা হয়েছে এক পার্টির। সেখানে বসবে তারার মেলা। নিমন্ত্রণ দেয়া হয়েছে কাছের আত্মীয়স্বজন, মিডিয়ার সহকর্মী, সাংবাদিকসহ সবাইকে। এটা করা হচ্ছে মা অপু বিশ্বাসের পরিকল্পনাতেই।বোঝাই যাচ্ছে স্টার কিডের জন্মদিন উপলক্ষে বাবা-মা দুজনেই উচ্ছ্বসিত। দিনটিতে অপু বিশ্বাস ছেলেকে সোনার মুকুট আর শেরওয়ানি দিচ্ছেন বলে জানিয়েছেন।

এই বিভাগের অন্য সংবাদ
কপিরাইট ২০২০ © বর্তমান বাংলা ২৪ ডট কম
হোস্ট ও ডেভেলপমেন্ট লক্ষ্মীপুর ওয়েব সলুয়েশন
Share via
Copy link