বর্তমান বাংলা.কম রিপোর্ট : জন্মদিনে ছেলে আব্রাম খান জয়কে সোনার চেইন উপহার হিসেবে দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান।বুধবার শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রামের প্রথম জন্মদিন।ছেলের জন্মদিন উপলক্ষে দুপুরে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।এ ছাড়াও সেখানে তিনি গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। তবে শাকিব খান উপস্থিত ছিলেন না। শাকিবের পক্ষ থেকে তার লোকেরা এটার আনজাম দেন। এর পরই দুপুরের দিকে ছেলে জয়কে নিজের বাসায় নিয়ে আসেন বলে কিং খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।সূত্র বলছে, বেলা ২টার দিকে শাকিব খানের কাজিন হিসেবে পরিচিত মনির নিকেতনে অপুর বাসা থেকে আব্রামকে শাকিবের বাসায় নিয়ে আসেন। তখন জয়ের সঙ্গে শাকিবের বাসায় অপুর আত্মীয় শেলীও আসেন।বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান। ছেলেকে শাকিব খান জন্মদিনের উপহার হিসেবে সোনার চেইন দিয়েছেন বলেও জানিয়েছে সূত্র।প্রথম জন্মদিন বলেই বিশাল আয়োজন করে পালন করা হচ্ছে। পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়েছে এক পার্টির। সেখানে বসবে তারার মেলা। নিমন্ত্রণ দেয়া হয়েছে কাছের আত্মীয়স্বজন, মিডিয়ার সহকর্মী, সাংবাদিকসহ সবাইকে। এটা করা হচ্ছে মা অপু বিশ্বাসের পরিকল্পনাতেই।বোঝাই যাচ্ছে স্টার কিডের জন্মদিন উপলক্ষে বাবা-মা দুজনেই উচ্ছ্বসিত। দিনটিতে অপু বিশ্বাস ছেলেকে সোনার মুকুট আর শেরওয়ানি দিচ্ছেন বলে জানিয়েছেন।