1. bortomanlaxmipur@yahoo.com : বর্তমান বাংলা : বর্তমান বাংলা
  2. sdkladmin@bortomanbangla24.com : :
  3. nbkcadmin@bortomanbangla24.com : dipu : Web Master
  4. ptunadmin@bortomanbangla24.com : :
  5. pghxadmin@bortomanbangla24.com : :
শিরোনাম
বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট- হাবিবুর রহমান পবন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ রামগঞ্জে এতিমের দোহাই দিয়ে চাচার সম্পত্তি জবরদখলের অভিযোগ ভাতিজিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দূর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু মামলাবাজের কবল থেকে বাঁচতে প্রশাসনিক আনুকল্য চায় চররুহিতার আজগর নবাগত পুলিশ সুপারের সাথে লক্ষ্মীপুর জেলার সুশীল সমাজের মতবিনিময় পেশাদার রাজনৈতিক নেতা হলে পররাষ্ট্রমন্ত্রী ভারত সম্পর্কে এমন কথা পাবলিক প্লেসে বলতেন না- হারুনুর রশিদ বেপারী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে লক্ষ্মীপুরের এসপিকে বিদায় সংবর্ধনা নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতীয় শোক দিবসে ১২ হাজার লোককে মধ্যাহৃ ভোজ করালেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মাসুম ভূঁইয়া

হায়দরগঞ্জ আওলাদে রাসুল পরিবার সমাজের ক্ষতিকারক নয়- এ্যাড.মিজান

  • আপডেট সময়: বৃহস্পতিবার, মে ২১, ২০২০
  • 1065 মোট পড়া হয়েছে:

হায়দরগঞ্জ আওলাদে রাসুল পরিবারের লোকেরা আমাদের সমাজে ক্ষতিকারক লোক নয়। তারা শালিশ করে পয়সা খায় না। প্রতারনা করে না,কারো জমি দখল করে না। কেডার লালন করে না। পীর মাঝার তৈরী করে ভন্ড দরবেশখানা তৈরী করেন না। কারো জমা টাকা আত্মসাৎ,চর দখল, অনৈতিক ও সামাজ বিরোধী কোন কাজের সাথে সম্পৃক্ত নয়। দূর্নিতি করে অঢেল সম্পদের মালিক হয়ে গাড়ী বাড়ীর মালিক হয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়নি। পরিবারের কোন লোক সরাসরি রাজনৈতিক দলের সদস্য নয়। মানুষের ধর্মীয় ভালোবাসার কেন্দ্রবিন্দু হিসাবে সমাজে তাদের মতো করে নিজস্ব অবস্থান করছেন। প্রত্যেকের আচার ব্যবহার অমায়ীকতায় ভরপুর। শিক্ষায় দীক্ষায় মার্জিত।
স্থানীয় দলাদলী কিংবা চেয়ারম্যাম, ম্যাম্বার,এম পি কোন কিছুতেই ক্ষমতাবান হতে চান না,কিংবা কোন এম পি, চেয়ারম্যান, ম্যেম্বার প্রার্থীর পক্ষ হয়ে ক্যাম্পিং করেন না।কোন মতবিরোধ দেখা দিলে নিজগুনের মিনিমাইজ করতে পারেন। ক্ষোভ বেশীক্ষন থাকে না। মধ্যবিত্ত ধার্মীক জীবন যাপন করেন। প্রতি বছর মাহফিলে উৎসবের আমেজে মুখরিত হয়। বাৎসরিক মাহফিলের কারনে ধর্মীয় কল্যাণ্যের পাশাপাশি অথনৈতিক,সাংস্কৃতিক একটি মূল্যবোধ তৈরী হয়েছে যাতে স্থানীয় লোকজন কোন না কোন ভাবে উপকৃত হয়। আওলাদে রাসুল পরিবারের লোকজন কখোনো এলাকাতে একটি সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করে তাদের হুকুমত কায়েমের চেষ্টা করেন না।আওলাদে রাসুল পরিবারকে এলাকার লোক জন অনেক ভালোবাসেন। এমন ভার্সূয়াল ক্ষমতাশীল সমাজ বান্ধব লোক অন্য কোন ফ্লাটফর্মে পাওয়া যাবে না।
যারা আওলাদে রাসুলের বংশ পরম্পরায়ের পরিচয় নিয়ে প্রশ্ন করতে চান তারা সামনা সামনি এসে জিজ্ঞাসা করলেই উত্তর পাবেন। আমি লক্ষ্মীপুর আদালতে তছলিম ভান্ডারী বনাম আনোয়ার হুজুর মোকদ্দমায় আদালতকে আওলাদে রাসুল পরিবারের সন্তোষজনক ব্যাখ্যা দিয়েছি; তছলিম ভান্ডারীর পক্ষে নোয়াখালী ‘ল ‘ কলেজের অধ্যক্ষ মনিরুল হক চৌধুরী একমত হয়েছেন। তাছাড়া আমরা যারা বংশের পদমর্যদা ব্যবহার করি সবই আমাদের নিজেদের কিংবা সামাজীক ও পেশাগত ভাবে তৈরী। যেমন,ডাক্তার বাড়ী,উকিল বাড়ী,এম পি বাড়ী,হুজুর বাড়ী,মুন্সী বাড়ী,চৌধুরী,পাটওয়ারী ইত্যাদি। এই নামকরন দীর্ঘ মেয়াদী পরিচয় ও সমাক্তকরন প্রক্রিয়া। আওলাদে রাসুল পরিবার আমাদের সৈয়দ সাহেব হুজুর বাড়ী হিসাবেই সম্বৃদ্ধ লাভ করেছেন।
আওলাদে রাসুল পরিবারের কোন লোক নিজেদেরকে বেহেস্তবাসী হবেন বলে দাবী করেন না। তারাও আমাদের মতো সাধারন আল্লাহ বান্দা হিসাবেই পরিচয় দেন। আওলাদে রাসুল পরিবারের লোক জন কখনো তাদের বংশমর্যদার অহমিকা প্রদর্শন করেন না। তাদের ছেলে মেয়ে ভাই বোন আমাদের মতো সাধারন পরিবারে বিবাহ সম্পুর্ন হয়। ভ্রাম্মণ্যবাদীদের মতো তারা আত্মিয়তার জন্য অন্য আওলাদে রাসুল পরিবার খোজেন না।সেই কারনে আওলাদে রাসুল পরিবার আমাদের আত্মিয়ও বটে।
যারা এই পরিবারকে না জেনে কটাক্ষ করে কথা বলেন তারাঅর্বাচীন,অপরিপক্ক,কান্ডজ্ঞানহীন,অভদ্র এবং বেয়াদব প্রকৃতির লোক। যারা সত্য মিথ্যা প্রকাশের জন্য কাউকে অসম্মান করতে চায় তাদের জানা উচিত ‘ সব সত্য সুন্দর না।শিক্ষা হলো সুগন্ধী আতরের মতো, চারপাশ সমান ভাবে ছড়ায়। যে শিক্ষা দুর্গন্ধ ছড়ায় তাহা শিক্ষা নয় কুশিক্ষা। লেখকঃ এ্যাডভোকেট মিজানুর রহমান, সিনিয়র আইনজীবী,লক্ষ্মীপুর,জজ কোর্ট। ২১/০৫/২০২০।

এই বিভাগের অন্য সংবাদ
কপিরাইট ২০২০ © বর্তমান বাংলা ২৪ ডট কম
হোস্ট ও ডেভেলপমেন্ট লক্ষ্মীপুর ওয়েব সলুয়েশন
Share via
Copy link