মোহাম্মদ আক্তার আলমঃ লক্ষ্মীপুর জেলার মধ্যে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা প্রতিষ্ঠানগুলোর অন্যতম চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরীতে অবস্থিত আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করেছে এবং জেলার সেরা হিসেবে বিগত বছরের ন্যায় তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম রুহুল আমিন কামাল নিশ্চিত করেছেন। মাদ্রাসা সূত্রে জানা যায়,অত্র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছিল মোট ৯৭ জন। এদের মধ্যে ১৯ জন GPA 5.00 পেয়েছেন। ৫০ জন A গ্রেড এবং ২৮ জন A- পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
প্রত্যন্ত অঞ্চলের একটি নারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফলে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাথে সাথে এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এবং হামদর্দ বাংলাদেশের প্রাণপুরুষ দানবীর ড. ইউছুফ হারুন ভূঁইয়ার সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনা করেছেন।
উল্লেখ্য ২০১৭ এবং ২০১৯ সালে আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসা জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা এবং ২০১৮ সালে মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রুহুল আমিন কামাল শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) হিসেবে পুরস্কৃত হয়েছেন। ১৯৮৭ সালে অজপাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত হওয়া নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করা আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসায় বর্তমানে দুই সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীতে অধ্যয়ন করছে। উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন পাঠান জানান, দুই সহস্রাধিক মেয়ে এই প্রতিষ্ঠানে পড়ালেখা করলেও বিশৃংখলার কোন অভিযোগ নেই। এমন একটি প্রতিষ্ঠান গড়াসহ মানব সেবা ও শিক্ষার কল্যাণে আরো বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে অনন্য ভূমিকা রাখার জন্য ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়ার প্রতি উত্তর জয়পুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।