বর্তমান বাংলা টুয়েন্টিফোর ডেস্কঃ লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হ্যাপী সিনেমা হলের সন্মুখে কমল স্মৃতি স্বাধীনতা দিবস শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে স্বাধীনতার মাস মার্চের ১ তারিখে। টূর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূইয়া মান্না।
স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি রিয়াদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাছুম।
সংগঠনের সহ-সভাপতি এ্যাডভোকেট আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক এ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন সবুজ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার বশির মাষ্টার, লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেন আরজু,জাতীয় শ্রমিক লীগ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী প্রমূখ। উল্লেখ্য লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার পুত্র কমল এর স্মৃতিতে এ টূর্ণামেন্টের আয়োজন করা হয়।