1. bortomanlaxmipur@yahoo.com : বর্তমান বাংলা : বর্তমান বাংলা
  2. sdkladmin@bortomanbangla24.com : :
  3. nbkcadmin@bortomanbangla24.com : dipu : Web Master
  4. ptunadmin@bortomanbangla24.com : :
  5. pghxadmin@bortomanbangla24.com : :
শিরোনাম
বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট- হাবিবুর রহমান পবন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ রামগঞ্জে এতিমের দোহাই দিয়ে চাচার সম্পত্তি জবরদখলের অভিযোগ ভাতিজিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দূর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু মামলাবাজের কবল থেকে বাঁচতে প্রশাসনিক আনুকল্য চায় চররুহিতার আজগর নবাগত পুলিশ সুপারের সাথে লক্ষ্মীপুর জেলার সুশীল সমাজের মতবিনিময় পেশাদার রাজনৈতিক নেতা হলে পররাষ্ট্রমন্ত্রী ভারত সম্পর্কে এমন কথা পাবলিক প্লেসে বলতেন না- হারুনুর রশিদ বেপারী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে লক্ষ্মীপুরের এসপিকে বিদায় সংবর্ধনা নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতীয় শোক দিবসে ১২ হাজার লোককে মধ্যাহৃ ভোজ করালেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মাসুম ভূঁইয়া

ইসলামী সঙ্গীত শিল্পী এমদাদুর রহমান লক্ষ্মীপুর জেলার গর্ব

  • আপডেট সময়: মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১
  • 955 মোট পড়া হয়েছে:

বর্তমান বাংলা টুয়েন্টিফোর ডেস্কঃ শিল্পী এমদাদুর রহমান ইসলামী তারুণ্যের অদিওমান এক তরুণ বিস্ময়জাগানিয়া শিল্পী। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মাওলানা নুরুন্নবী সাহেবের পঞ্চম ছেলে এমদাদুর রহমান আট সন্তানের ছোট সন্তান হিসাবে জন্ম গ্রহন করেন তিনি। দেশ-বিদেশে বিখ্যাত ও জাতীয় শিল্পী গোষ্ঠী কলরবের অন্যতম সদস্য হিসেবে ২০১৮ ইং সন থেকে কাজ করে যাচ্ছেন শিল্পী এমদাদুর রহমান ৷ শুধু ইসলামী সঙ্গীতই নয়, ইসলামী সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই অবদান রাখার স্বপ্ন লালন করেন এই তরুণ শিল্পী। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী লেখালেখি, সঙ্গীত, বক্তৃতা ছাড়াও মাদ্রাসার মেধা তালিকায় অবস্থান গড়ে নিয়েছেন প্রথম বিভাগ।এ পর্যন্ত “হাসবি- রাব্বি-জাল্লাল্লাহ ,আল্লাহ মহান, উর্দু তারানা ,ওগো আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, প্রতিটি ধূলিকণা, হৃদয়ে গাঁথি মালা, মুহাম্মাদ সহ বেশ কয়েকটি ইসলামী সংগীত প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব কন্ঠে। যার মধ্যে শ্রোতা জনপ্রিয়তা অর্জন করছে হলি টিউনে প্রকাশিত “হৃদয়ে গাঁথি মালা“ নাশিদ মিডিয়ায় প্রকাশিত হাসবি-রাব্বি-জাল্লাল্লাহ এবং আলোকিত জ্ঞানীতে প্রকাশিত মুহাম্মদ নামে বেশ কয়েকটি সংগীত।শিল্পী এমদাদুর রহমানের কিছু সঙ্গীতের লিংক হচ্ছে-

১.https://youtu.be/7oj3QfaRMFo

২.https://youtu.be/Ac7yg0p4dHM

৩.https://youtu.be/E_wQK9-28q4

৪.https://youtu.be/i0U8SgCvDnk

৫.https://youtu.be/iGH3OYdo6W0

৬.https://youtu.be/x-ECVegqdNM

৭.https://youtu.beOyRmh0522PY ৮.https://youtu.be/Uuv3qdEMtSE

৯.https://youtu.be/H39eh_73-Ms

১০.https://youtu.be/gE-A0Q51FaQ

টিভি প্রোগ্রামে সর্ব প্রথম বাংলাদেশের জনপ্রিয় রিয়েলিটি শো “আলোকিত জ্ঞানী ২০২১“ এ “মুহাম্মাদ” শিরোনামে একটি সঙ্গীত প্রচারিত হয় এই শিল্পীর। সঙ্গীতটি চ্যানাল নাইন সহ জনপ্রিয় ইউটিউব চ্যানেল “রাহবার মাল্টিমিডিয়া” ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। অনলাইন বর্তমান বাংলা টুয়েন্টিফোর ও দৈনিক বর্তমান লক্ষ্মীপুর সম্পাদনা পর্ষদসহ আমরা সবাই বহুমুখী প্রতিভার অধিকারী এই তরুন শিল্পীর সর্বাধিক কল্যাণ ও সাফল্য কামনা করছি।

এই বিভাগের অন্য সংবাদ
কপিরাইট ২০২০ © বর্তমান বাংলা ২৪ ডট কম
হোস্ট ও ডেভেলপমেন্ট লক্ষ্মীপুর ওয়েব সলুয়েশন
Share via
Copy link