মোহাম্মদ আক্তার আলমঃ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা শাখার বর্তমান নির্বাহী প্রকৌশলী মোঃ নূর নবীর বিদায় ও নতুন প্রকৌশলী মোঃ শফিউল হকের বরণ অনুষ্ঠিত হয়। ১৭ জুলাই ২০২২ তারিখে নির্বাহী প্রকৌশলীর অফিসে কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপ সহকারী প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন।
অফিস স্টাফ আবদুর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ.টি ভূঁইয়া বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ফখরুল আহাদ ভূঁইয়া ও ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া ও ইম্পেরিয়ালের স্বত্বাধিকারী আকবর হোসেন প্রমূখ।