মোহাম্মদ আক্তার আলমঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শাহাদাৎ বার্ষিকীতে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে গণভোজের আয়োজন করা হলে ১২ হাজার লোক খাবার খেয়েছেন। ১০টি গরুসহ এ বিশাল আয়োজন লক্ষ্মীপুর জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টিসহ মেয়রের এমন উদ্যোগকে লক্ষ্মীপুরের সকল মহল স্বাগত জানিয়েছে।
১৫ আগষ্ট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে দিবসটি পালন শুরু হয়। নিজে রক্তদানের মাধ্যমে মেয়র এই কর্মসূচীর উদ্বোধন করেন।
সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতালে মূমুর্ষ রোগীদের জীবন বাঁচাতে দান করা হয়।
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচী ছাড়াও কোরআন খতম ও আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। পৌর মেয়রের বাসভবন প্রাঙ্গনে জনতার ঘরে সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দীন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল হুদা পাটওয়ারী, জেলা আ’লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড.রাসেল মাহমুদ মান্না, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী,সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ,পৌর আ’লীগ সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এ্যাড.জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, জেলা শ্রমিক লীগ আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারী,জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া। আলোচনা সভা পরবর্তী মধ্যাহৃভোজের আয়োজন করা হয়। যাতে ১২ হাজার লোক খেয়েছেন বলে জানা গেছে।