1. bortomanlaxmipur@yahoo.com : বর্তমান বাংলা : বর্তমান বাংলা
  2. sdkladmin@bortomanbangla24.com : :
  3. nbkcadmin@bortomanbangla24.com : dipu : Web Master
  4. ptunadmin@bortomanbangla24.com : :
  5. pghxadmin@bortomanbangla24.com : :
শিরোনাম
বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট- হাবিবুর রহমান পবন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ রামগঞ্জে এতিমের দোহাই দিয়ে চাচার সম্পত্তি জবরদখলের অভিযোগ ভাতিজিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দূর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু মামলাবাজের কবল থেকে বাঁচতে প্রশাসনিক আনুকল্য চায় চররুহিতার আজগর নবাগত পুলিশ সুপারের সাথে লক্ষ্মীপুর জেলার সুশীল সমাজের মতবিনিময় পেশাদার রাজনৈতিক নেতা হলে পররাষ্ট্রমন্ত্রী ভারত সম্পর্কে এমন কথা পাবলিক প্লেসে বলতেন না- হারুনুর রশিদ বেপারী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে লক্ষ্মীপুরের এসপিকে বিদায় সংবর্ধনা নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতীয় শোক দিবসে ১২ হাজার লোককে মধ্যাহৃ ভোজ করালেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মাসুম ভূঁইয়া

নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময়: বুধবার, আগস্ট ১৭, ২০২২
  • 189 মোট পড়া হয়েছে:

মোহাম্মদ আক্তার আলমঃ লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীদের ঢল দেখা গেছে। জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ নেতা-কর্মীদের স্বতস্ফুর্ত মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী সভাপতি, সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র।
(১৭ আগস্ট) বুধবার বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন গুলো খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের লিল্লাহ জামে মসজিদ মাঠে সমবেত হতে থাকে। একপর্যায়ে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে নেতাকর্মীদের ঢল দেখা যায়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন,জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড.রাসেল মাহমুদ মান্না,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
লক্ষ্মীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জঙ্গীবাদ ও মৌলবাদ সারাদেশ ব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে কালো পতাকা মিছিল ও মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ করা হয়। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগ নেতাকর্মীদের রুখতে পারবেনা।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের মানুষ ভালো আছে। তারপরেও অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গীবাদ ও উগ্রবাদ প্রতিষ্ঠিত করতে একটি পক্ষ সক্রিয়,তাদেরকে রুখতে হবে।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ২০০৫ সালের (১৭ই আগষ্ট) বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্তৃক সারাদেশ ব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ভবিষ্যতে কোন অপশক্তির কাছে মাথানত করবে না আওয়ামী লীগ।

এই বিভাগের অন্য সংবাদ
কপিরাইট ২০২০ © বর্তমান বাংলা ২৪ ডট কম
হোস্ট ও ডেভেলপমেন্ট লক্ষ্মীপুর ওয়েব সলুয়েশন
Share via
Copy link