মোহাম্মদ আক্তার আলমঃ লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীদের ঢল দেখা গেছে। জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ নেতা-কর্মীদের স্বতস্ফুর্ত মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী সভাপতি, সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র।
(১৭ আগস্ট) বুধবার বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন গুলো খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের লিল্লাহ জামে মসজিদ মাঠে সমবেত হতে থাকে। একপর্যায়ে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে নেতাকর্মীদের ঢল দেখা যায়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন,জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড.রাসেল মাহমুদ মান্না,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
লক্ষ্মীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জঙ্গীবাদ ও মৌলবাদ সারাদেশ ব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে কালো পতাকা মিছিল ও মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ করা হয়। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগ নেতাকর্মীদের রুখতে পারবেনা।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের মানুষ ভালো আছে। তারপরেও অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গীবাদ ও উগ্রবাদ প্রতিষ্ঠিত করতে একটি পক্ষ সক্রিয়,তাদেরকে রুখতে হবে।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ২০০৫ সালের (১৭ই আগষ্ট) বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্তৃক সারাদেশ ব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ভবিষ্যতে কোন অপশক্তির কাছে মাথানত করবে না আওয়ামী লীগ।