বর্তমান বাংলা টুয়েন্টিফোর ডেস্কঃ লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলার সুশীল সমাজের সাথে ২৭ আগষ্ট মতবিনিময় করেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ। অনুষ্ঠানের শুরুতে জেলার সুশীল সমাজের সদস্যদের পুলিশ সুপার মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে জেলার সুশীল সমাজের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি মো: শাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা মো: মোস্তফা কামাল, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, বিএমএ সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা কমিউনিটি পুলিশিং সেল সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আফলু, লক্ষ্মীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, লক্ষ্মীপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন মিঠু, সদর থানা কমিউনিটি পুলিশিং সেল সাধারণ সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।।