1. bortomanlaxmipur@yahoo.com : বর্তমান বাংলা : বর্তমান বাংলা
  2. sdkladmin@bortomanbangla24.com : :
  3. nbkcadmin@bortomanbangla24.com : dipu : Web Master
  4. ptunadmin@bortomanbangla24.com : :
  5. pghxadmin@bortomanbangla24.com : :
শিরোনাম
বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট- হাবিবুর রহমান পবন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ রামগঞ্জে এতিমের দোহাই দিয়ে চাচার সম্পত্তি জবরদখলের অভিযোগ ভাতিজিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দূর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু মামলাবাজের কবল থেকে বাঁচতে প্রশাসনিক আনুকল্য চায় চররুহিতার আজগর নবাগত পুলিশ সুপারের সাথে লক্ষ্মীপুর জেলার সুশীল সমাজের মতবিনিময় পেশাদার রাজনৈতিক নেতা হলে পররাষ্ট্রমন্ত্রী ভারত সম্পর্কে এমন কথা পাবলিক প্লেসে বলতেন না- হারুনুর রশিদ বেপারী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে লক্ষ্মীপুরের এসপিকে বিদায় সংবর্ধনা নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতীয় শোক দিবসে ১২ হাজার লোককে মধ্যাহৃ ভোজ করালেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মাসুম ভূঁইয়া

লক্ষ্মীপুরে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দূর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু

  • আপডেট সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২
  • 181 মোট পড়া হয়েছে:

মোহাম্মদ আক্তার আলমঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে গত রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ আখড়ায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং চণ্ডীপাঠের মধ্যে দিয়ে মহালয়া অনুষ্ঠানের শুভসূচনা ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া। এই দিন থেকে দেবীপক্ষের শুরু। এই দিনেই কৈলাস থেকে পিতৃগৃহে আগমন করেন মা দুর্গা। শ্রীশ্রী চণ্ডিপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডিতে আছে দেবীর সৃষ্টির বর্ণনা। পুরাণ মতে, মহালয়ার দিন মহিষাসুর বধের দায়িত্ব নেন দেবী দুর্গা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সদর থানার বর্তমান ওসি মোস্তফা কামাল, ডি আই ও ওয়ান এ কে এম আজিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এডঃ জহর লাল ভৌমিক,বাংলাদেশ পুজা উযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রতাপ চন্দ্র পাল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ,লক্ষ্মীপুর জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল ও সহ-সভাপতি রুপালী প্রভা নাথ,কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা ভানু নাগ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজবিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক যুগ্ম কর কমিশনার প্রতাপ চন্দ্র পাল বলেন, মহলয়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে আন্তরিকতাপূর্ণ ভূমিকা রাখায় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সকলকে ধন্যবাদ জানান।

এই বিভাগের অন্য সংবাদ
কপিরাইট ২০২০ © বর্তমান বাংলা ২৪ ডট কম
হোস্ট ও ডেভেলপমেন্ট লক্ষ্মীপুর ওয়েব সলুয়েশন
Share via
Copy link