বর্তমান বাংলা টুয়েন্টিফোর ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ,লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে। ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার লক্ষ্মীপুর শিশু পরিবারে এতিমদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না,লক্ষ্মীপুর শিশু পরিবার এর তত্বাবধায়ক আব্দুল আজিজ মাহবুব, লক্ষ্মীপুর জেলা কৃষক লীগ আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ আব্দুল, সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নিজাম প্রমূখ।