বর্তমান বাংলা টুয়েন্টিফোর ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট। ১১ নভেম্বর যুব মহাসমাবেশ থেকে বিএনপি-জামায়াতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব সমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটোয়ারী।
হাবিবুর রহমান পবন আরো বলেন, যুবলীগ ছাড়া এদেশের রাজপথে অন্য কোন শক্তি নেই-এটি আমাদের আবারও প্রমাণ করতে হবে। ২০০৮ সালের নির্বাচনের পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- ‘যুবলীগ হল আমার ভ্যানগার্ড। যুবলীগের কারণেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি’। যুবলীগের সুবর্ণ জয়ন্তিতে তাঁর আস্থা অর্জন করে ইতিহাস রচনা করব। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সহ-সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদিন চৌধুরী রিগ্যান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শওকত হায়াত, ইঞ্জিনিয়ার মোক্তার চৌধুরী কামাল ও কেন্দ্রীয় সদস্য শেখ ফরিদ জীবন,আশফাক আহমেদ, মোজাম্মেল হোসেন মিশু প্রমুখ। এসময় লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিটের যুবলীগ নেতারা বক্তব্য রাখেন। এর আগে, কেন্দ্রীয় যুবলীগের শীর্ষ নেতাদের বরণ করতে,বিভিন্ন পয়েন্টে লক্ষ্মীপুর জেলা যুবলীগের পদ প্রত্যাশী নজরুল ইসলাম ভুলু, বায়েজীদ ভূঁইয়া, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রাকিব হোসেন লোটাস, আশরাফুল আলম,ইউনুছ হাওলাদার রুপমসহ স্থানীয় নেতারা কর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান তাদের।
রিপোর্টঃ মোহাম্মদ আক্তার আলম