নতুন জেমস বন্ড নিয়ে পুরনো জেমস বন্ডের প্রত্যাশা
admin
প্রকাশের সময় : ১৮ মার্চ ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন /
০
পিয়ার্স ব্রসনান। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ব্রসনান সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে অ্যামাজন যখন জেমস বন্ড তৈরির দায়িত্ব নিয়েছে তার পর থেকে অনেকেই এই সিরিজ নিয়ে নানা মত প্রকাশ করছেন।
ব্রসনান জানিয়েছেন, তিন চান পরবর্তী জেমস বন্ড চরিত্রে কোনো ব্রিটিশ অভিনেতাকে যেন নির্বাচন করা হয়। কারণ বন্ড সিনেমাগুলোতে সাধারণত ব্রিটিশ অভিনেতারাই অভিনয় করেছেন। ব্যতিক্রম দুজন হলেন অস্ট্রেলিয়ান জর্জ লাজেনবি এবং ব্রসনান। তাই ব্রসনান মনে করেন, জেমস বন্ড চরিত্রে ব্রিটিশ অভিনেতাদের যে ঐতিহ্য সেটি বজায় রাখা।
অ্যামাজনের নিয়ন্ত্রণে জেমস বন্ড, এই প্রসঙ্গে ব্রসনান বলেন, ‘এখনকার দ্রুত পরিবর্তিত পৃথিবীতে এই ধরনের অধিগ্রহণ কিছুটা দুঃখের ব্যাপার বটে। তবে আমি মনে করি বারবারা ব্রকোলি এবং মাইকেল জি. উইলসন সিদ্ধান্তটি সঠিকভাবেই নিয়েছেন। যে যেভাবেই নিয়ন্ত্রণ করুক শেষ পর্যন্ত জেমস বন্ডের উপর তাদের ভূমিকা থাকবেই।’
ব্রসনান আরও আশা প্রকাশ করেছেন যে অ্যামাজন এই চরিত্রের প্রতি সম্মান ও মর্যাদা বজায় রেখে কাজ করবে।
অন্যদিকে ব্রসনান কিছুদিন আগে নতুন জেমস বন্ড হিসেবে অ্যারন টেলর-জনসনকে সমর্থন করেছেন। তার মতে জনসনকে এই চরিত্রে খুব ভালো মানাবে। তিনি একজন ব্রিটিশ অভিনেতাও। এরপর থেকেই জেমন বন্ড হিসেবে আলোচনায় রয়েছেন অ্যারন টেলর-জনসন। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আপনার মতামত লিখুন :